সাড়ে ৮ ঘণ্টা পর শাহবাগ ছেড়ে রোববার আবার অবস্থানের ঘোষণা আন্দোলনকারীদের

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে একদল চাকরিপ্রত্যাশীর সড়ক অবরোধ। আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়েছবি : প্রথম আলো

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে গতকাল শনিবার দুপুর থেকে সাড়ে আট ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী। রাত সাড়ে ৯টায় এদিনের মতো কর্মসূচি শেষ করে রোববার সকাল ১০টায় আবার শাহবাগ মোড়ে এসে অবস্থানের ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা বলছেন, প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত। কিন্তু বাংলাদেশে তা এখনো ৩০ বছর। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এটা অবিলম্বে ৩৫ বছর করতে হবে।

এই দাবিতে শনিবার বেলা একটা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ ও এর আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড় ছেড়ে যেতে রাজি হননি। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েন।

এর আগে শনিবার বিকেলে শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে একদল চাকরিপ্রত্যাশী ব্যক্তি বেলা একটার সময় শাহবাগ মোড় অবরোধ করেন। শাহবাগ মোড় অবরোধ না করতে পুলিশের পক্ষ থেকে বারবার তাঁদের অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।