যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে রাজধানী, বরগুনা ও কক্সবাজারে ২৯ জন আটক
রাজধানীর মিরপুর, বরগুনা ও কক্সবাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে যৌথ বাহিনী ২৯ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র ব্রিগেড এই অভিযান পরিচালনা করে। এতে পুলিশ ও র্যাব অংশ নেয়।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পল্লবীতে অভিযানে মো. হাফিজ, রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, মোছা. বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত ২৬ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের পল্লবী থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বরগুনা ও কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। বরগুনার বামনার কালিকাবাড়ি এলাকা থেকে মাদক বিক্রির অভিযোগে মোছা. সালমা বেগমকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে সালমার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবা, দুটি মুঠোফোন জব্দ করা হয়। আটক করা হয় মো. মোস্তফা কামালকে। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা, দুটি মুঠোফোন ও নগদ ৫৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে রেজাউল করিম ওরফে রাজু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তাঁর বাসায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।