বাউফলে দুই ছাত্রকে হত্যার ঘটনায় আরও দুই কিশোর গ্রেপ্তার, একজনের আত্মসমর্পণ
পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণির দুই ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ আরও দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে নরসিংদীর রায়পুর এলাকা থেকে এক কিশোরকে এবং রাজধানীর পল্লবী থেকে আরেক কিশোরকে গ্রেপ্তার করেন র্যাব-৩–এর সদস্যরা। একই মামলার আসামি আরেক কিশোর আজ মঙ্গলবার পটুয়াখালী আদালতে আত্মসমর্পণ করেছে।
গ্রেপ্তার ওই দুই কিশোরকে বাউফল থানায় নিয়ে আসার জন্য আজ সহকারী উপপরিদর্শক মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের চার সদস্যের একটি দল ঢাকায় গেছে। এর আগে তিন দফায় অভিযান চালিয়ে আরও তিন কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন প্রথম আলোকে বলেন, দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুনের ঘটনার মামলার আসামি ছয় কিশোরের মধ্যে দুই কিশোরকে র্যাব ও তিন কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর এক কিশোর আদালতে আত্মসমর্পণ করেছে। গ্রেপ্তার পাঁচ কিশোরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
২২ মার্চ বিকেলে বাউফল উপজেলার ইন্দ্রকুল উচ্চবিদ্যালয়ের কাছে পূর্ববিরোধের জেরে হওয়া হামলায় দুই ছাত্র নিহত হয়। নিহত কিশোররা হলো ইন্দ্রকুল এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. মারুফ (১৫) এবং একই এলাকার মিরাজ মোস্তফা আনসারীর ছেলে মো. নাফিস (১৫)। তারা ইন্দ্রকুল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, গায়ে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে গত বুধবার বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে একই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ, মারুফ, এনামুল ও সিয়ামের ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারুফ, সিয়াম ও নাফিজকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মারুফ ও নাফিজকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত নাফিজের মা নার্গিস বেগম বাদী হয়ে ছয় কিশোরের নাম উল্লেখ করে ও তিন কিশোরকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার সকালে বাউফল থানায় একটি মামলা করেন।