সরকারের চলতি মেয়াদেই বঙ্গবন্ধু–২ স্যাটেলাইট চালুর আশা জুনাইদ আহ্মেদের
বর্তমান সরকারের চলতি মেয়াদেই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট চালু হবে বলে আশা করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেছেন, এ লক্ষ্যে পাঁচ বছরের পরিকল্পনা ধরে এগোনো হচ্ছে।
আজ রোববার রাজধানীর আইসিটি বিভাগে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই এবং ফান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের ভাইস প্রেসিডেন্ট স্টেফেন ভেসভালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জুনাইদ আহ্মেদ এসব কথা বলেন।
স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম–সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে ইতিমধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি হয়েছে। সরকারি-বেসরকারি ও একাডেমিয়ার সম্মিলিত সহযোগিতায় এ স্যাটেলাইট হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের এ স্যাটেলাইট চালু হওয়ার আগে এয়ারবাসের স্যাটেলাইট বাংলাদেশের প্রয়োজনে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।