৭ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ তদন্তে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৬ কর্মকর্তাকে দুদকে তলব
নাবিল গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালকসহ ১৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার এক চিঠি পাঠিয়ে তাঁদের দুদকে তলব করা হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা যোগসাজশ করে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ ও দলিল বানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে–বেনামে ব্যাংক থেকে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সুষ্ঠু অনুসন্ধানের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট ১৬ কর্মকর্তার বক্তব্য গ্রহণ প্রয়োজন।
চিঠিতে বলা হয়, কর্মকর্তাদের ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দিতে ব্যর্থ হলে এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই বলে ধরে নেবে দুদক।
১৬ কর্মকর্তা হলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাসুদুর রহমান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবদুল আজিজ, বিনিয়োগ বিভাগের ভিপি মোহাম্মদ মোস্তফা শরীফ, পিও সোহেল রানা, এভিপি মো. আল আমিন, বিনিয়োগ প্রশাসন বিভাগের পিও মো. হারুনুর রশিদ, এসএভিপি কাজী মনোয়ার হোসেন, বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান সৈয়দ আনিসুর রহমান, ব্যাংকটির আন্তর্জাতিক বিভাগের প্রধান এস এম আজহারুল ইসলাম, বিনিয়োগ বিভাগের প্রধান মো. আলমগীর হোসেন, বনানী শাখার ব্যবস্থাপক মো. তহুরুল হক, ব্যবস্থাপক (অপারেশন) মাছুবুর রহমান, বিনিয়োগ বিভাগের ইনচার্জ মো. আরিফুল আলম, ফরেন অ্যান্ড ট্রেড বিভাগের ইনচার্জ সাদিয়া শারমিন ও বিনিয়োগ বিভাগের পিও মিজানুর রহমান।