বিরোধী দল নির্বাচনে প্রচার চালাতে পারবে কি না, জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না, তা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চেয়েছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক্–নির্বাচনী প্রতিনিধিদল। বিশেষ করে বিরোধী দল নির্বাচনে এলে তারা সঠিকভাবে প্রচার চালাতে পারবে কি না এবং প্রার্থীদের নিরাপত্তা দেওয়া যাবে কি না, তা জানতে চেয়েছে প্রতিনিধিদলটি।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নয় সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই প্রতিনিধিদল যেসব বিষয় জানতে চেয়েছে, তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি প্রতিনিধিদলকে কী বলেছেন, তা–ও সাংবাদিকদের জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, আমাদের পুলিশ বাহিনী, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী—যারা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীন ন্যস্ত, তারা খুবই প্রশিক্ষিত ও সবকিছু ভালোভাবে জানে। কাজেই অসুবিধা হবে বলে মনে করছি না।’ তিনি প্রতিনিধিদলকে জানিয়েছেন, নির্বাচনে সহিংসতা হবে বলেও মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।