বিয়ানীবাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন

বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে গত মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়ছবি: বিজ্ঞপ্তি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের আল মদিনা শপিং কমপ্লেক্সে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ২২০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকটির সিলেট শাখার ব্যবস্থাপক এম এ কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এই উপশাখার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ওহিদ আহমদ তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন চারখাই বাজার কমিটির সভাপতি মো. মোফিকুর রহমান, শ্যাওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকেরা।

শাখা-উপশাখায় দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক আইএফআইসি বিয়ানীবাজার উপশাখা উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ১ হাজার ৪০৮টি শাখা-উপশাখা স্থাপনের দৃষ্টান্ত স্থাপন করল।