কোটার বিষয়ে আজ ছাত্রলীগের সংবাদ সম্মেলন, বিকেলে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’

কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। অবরোধের চার ঘণ্টা পর শাহবাগ মোড় ছেড়ে যান তাঁরা। ঢাকা, ৮ জুলাইছবি: আসিফ হাওলাদার

কোটার বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ৷ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্যদিকে আজ বিকেল সাড়ে তিনটা থেকে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের কথা রয়েছে।

চলমান কোটাবিরোধী আন্দোলনে ছাত্রলীগ সাংগঠনিকভাবে অংশ নেয়নি। তবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়মিত এই আন্দোলনে অংশ নিচ্ছেন। ছাত্রলীগ এখন পর্যন্ত আন্দোলনে বড় ধরনের বাধা না দিলেও হল পর্যায়ে সংগঠনটির কিছু নেতা-কর্মী আন্দোলনকারীদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে মধুর ক্যানটিনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবে ছাত্রলীগ৷

অন্যদিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে গতকাল তৃতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। গতকাল রাতে শাহবাগে সড়ক ছাড়ার আগে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে আবারও ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ৷

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আজ টানা পঞ্চম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে৷