মামলা নিতে না চাইলে ওসিদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে: ডিএমপি কমিশনার
কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নিতে না চাইলে তাঁকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইকচালকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন নবনিযুক্ত কমিশনার।
গত রোববার এবং এর আগে একদিন কামরাঙ্গীরচর এলাকায় কয়েকজন এক রিকশাচালককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ওই চালক। এরই পরিপেক্ষিতে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
কমিশনার সাজ্জাত আলী ওই চালককে প্রশ্ন করেন, ‘আপনারা মামলা করেননি কেন?’
আইনি আশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বিষয়টি মামলা দায়েরের মতো হলে ওসিদের অবশ্যই তা নথিভুক্ত করতে হবে। এটি করতে ব্যর্থ হলে তাঁদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে।’
রিকশাচালকদের মতো অসহায় গোষ্ঠীকে টার্গেট করে চাঁদাবাজির বিষয়টি নির্মূল করার প্রতিশ্রুতি দেন কমিশনার। তিনি চাঁদাবাজি বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে রিকশাচালক ও ওসিদের সম্পৃক্ত করে কমিটি গঠনের প্রস্তাব দেন।