রাঙামাটিতে বাস উল্টে আহত ২৭
রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় একটি বাস উল্টে অন্তত ২৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে মানিকছড়ির মুন্সি আবদুর রউফ চত্বর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বাসটির যাত্রীরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রাঙামাটি শহরের রাজবন বৌদ্ধবিহারে যাচ্ছিলেন। বাসটি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আবদুর রউফ চত্বর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ২৭ জনের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১১ জনের মধ্যে ১০ জন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। পুষ্পিতা বড়ুয়া নামের একজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।