১৯৭৫ সালের ১৫ আগস্ট ও নভেম্বরের অস্থির সময় নিয়ে প্রথমার দুই বই
বাংলাদেশের ইতিহাসের ওপর ১৯৭৫ সালের শোকাবহ রক্তরঞ্জিত ১৫ আগস্টের প্রভাব সুদূরপ্রসারী। আজও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি এই দিনের তথ্যাদি। বর্তমানে রক্তাক্ত আগস্ট সম্পর্কে সাংবাদিক, কূটনীতিক ও প্রত্যক্ষদর্শীদের রচনা ও সাক্ষাৎকার ক্রমপ্রকাশমান।
এই বিষয়কে কেন্দ্র করেই প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও রক্তাক্ত ১৫ আগস্ট: স্মৃতি দলিল মতামত’ বইটি। বইটিতে সংকলিত হয়েছে প্রত্যক্ষদর্শীর স্মৃতিকথা, বিশিষ্টজনের লেখা ও অন্যান্য দলিল। বইটি সম্পাদনা করেছেন মতিউর রহমান। বইয়ের দাম ৪৬০ টাকা।
মতিউর রহমানের সম্পাদনায় ১৯৭৫ সালের নভেম্বরের অস্থির সময় নিয়ে প্রথমা থেকে প্রকাশিত হয়েছে ‘পঁচাত্তরের অস্থির সময়: ৩ থেকে ৭ নভেম্বরের অকথিত ইতিহাস’। বাকশাল গঠন, সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধুর সপরিবার নির্মমভাবে নিহত হওয়া, নভেম্বরে আবার সামরিক অভ্যুত্থান, জাতীয় চার নেতার হত্যা, পাল্টা সামরিক অভ্যুত্থান—সব মিলিয়ে বছরটি ছিল বাংলাদেশের একটি গভীর সংকটের কাল। এত অল্প সময়ে এত সব তাৎপর্যপূর্ণ ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। ঘটনাগুলো নিয়ে বিস্তর লেখা রয়েছে। কিন্তু কোথাও এর সর্বাঙ্গীণ চিত্র পাওয়া যায় না।
এই বইয়ে ১৯৭৫ সালের নভেম্বর মাসের ঘটনাগুলোর সঙ্গে জড়িত প্রত্যক্ষদর্শীর বিবরণ ও মতামত তুলে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে দেশি ও বিদেশি নানা দলিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি, সাক্ষাৎকার ও কাছ থেকে দেখা ব্যক্তিদের স্মৃতিকথা। পঁচাত্তরের এই সময় নিয়ে একমলাটে এ রকম সংকলন আর হয়নি। বইটির দাম ৫০০ টাকা।
দুটি বই-ই প্রথমা প্রকাশনের প্যাভিলিয়ন ৫-এ পাওয়া যাচ্ছে।