পাহাড় কাটায় জড়িত থাকায় দম্পতি ও সহোদরের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে পাহাড় কাটার অভিযোগে এক দম্পতিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার নগরের বায়েজিদ ও পাঁচলাইশ থানায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বাদী হয়ে এই মামলা করেন।

বায়েজিদ থানায় করা মামলার বিবাদীরা হলেন মো. জুয়েল রানা ও আকলিমা আকতার। এই দম্পতির বিরুদ্ধে মাঝেরঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগ রয়েছে। গত বছরের ১৪ নভেম্বর অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন এলাকাটি পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পান। পরে তাঁদের নোটিশ দেওয়া হয়। এরপর গতকাল রাতে বায়েজিদ থানায় মামলা করা হয় বলে জানান অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক। মো. আবদুল্লাহ আল মতিন মামলার বাদী হয়েছেন।

এদিকে নগরের জালালাবাদ এলাকায় পাহাড় কাটার অভিযোগে আজ দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা হলেন বায়েজিদ থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকার মো. মিজান ও মো. মুজিবুর রহমান।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, গত ১১ ডিসেম্বর আবদুল্লাহ আল মতিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পায়। পরে আজ পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে মামলা করেন।