জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ঢাকা, ৯ নভেম্বরছবি: আশরাফুল আলম

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত দিকে এই মানববন্ধন হয়।

মানববন্ধন থেকে এ ঘটনার তদন্তের আহ্বান জানানো হয়। পাশাপাশি সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জবাবদিহির আওতায় এনে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে যেভাবে হেনস্তা করা হয়েছে, এটি অত্যন্ত ন্যক্কারজনক ও ঘৃণ্য কাজ। তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের উদ্দেশে প্রশ্ন করেন, কেন উপদেষ্টাকে একা যেতে দেওয়া হলো? কেন তাঁকে প্রটোকল দেওয়া হলো না? এটা পূর্বপরিকল্পিত কি না, সেটাও তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।

আসিফ নজরুলের সঙ্গে যা হয়েছে, তা পৃথিবীর সব দেশের আইন, আন্তর্জাতিক আইন এবং শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন ঢাবির আইন বিভাগের ডিন মোহাম্মদ ইকরামুল হক। তিনি সরকারকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, কিছু ‘জয় বাংলা স্লোগানধারী’ যেভাবে উপদেষ্টা আসিফ নজরুলের পথরুদ্ধ করেছে, তা শুধু ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। তিনি আসিফ নজরুলকে অপদস্থ করার ভিডিওটি সুইজারল্যান্ডের সরকারের কাছে পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।