সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজের উদ্বেগ

সরকারি চাকরিতে কোটা নিয়ে সৃষ্ট পরিস্থিতির সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকেরা হামলার শিকার হচ্ছেন। সাংবাদিকদের হামলার শিকারের ঘটনায় সাংবাদিকদের সংগঠন বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ বুধবার এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের দেওয়া যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্দোলন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকেরা হামলার শিকার হচ্ছেন। গণমাধ্যমের ক্যামেরা, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হামলার শিকার কোনোভাবেই সাংবাদিক সমাজ মেনে নেবে না।

কোটা আন্দোলন চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন বিএফইউজের নেতারা। নেতারা বলেন, ‘সাংবাদিক হিসেবে আমরা মনে করি, কোটার যৌক্তিক সমাধানে আন্দোলনকারী, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে।’