শুভ সকাল। আজ ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করছেন বিক্ষুব্ধ ছাত্র–জনতা। বুধবার রাত আটটার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। এ প্রতিবেদন লেখার সময় ৩২ নম্বর এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করছিলেন এবং স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। বিস্তারিত পড়ুন...
শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন, নির্বাচন, সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহতদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিস্তারিত পড়ুন...
ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে। বিস্তারিত পড়ুন...
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব। তবে জানা গেছে, অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর কেবলই গুজব। বিস্তারিত পড়ুন...
নারী ফুটবল দলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীন অনুশীলন না করার যে ঘোষণা করেছেন, এর বিপরীতে বাটলারও কঠোর অবস্থান নিয়েছেন। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি, বাফুফে ভবনে সাংবাদিকদের কাছে এমন বিস্ফোরক মন্তব্য করেন বাটলার। বিস্তারিত পড়ুন...