সীতাকুণ্ডে গুলিতে এক ‘ডাকাত’ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. রাশেদ (২৬)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি গ্রামের বাদশা আলমের ছেলে। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।
পুলিশ জানিয়েছে, একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কারে) ডাকাতির সময় টহল পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ডাকাত দলের সদস্যরা। এ সময় মো. রাশেদ গুলিবিদ্ধ হন। রাশেদও ডাকাত দলের সদস্য।
ডাকাতির শিকার মো. নুরুজ্জামান নামের এক ব্যক্তি বাদী হয়ে এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া নিহত রাশেদের বাবা বাদশা আলমও একটি মামলা করেছেন।
মো. নুরুজ্জামানের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি একজন ব্যবসায়ী। এক্সকাভেটরের যন্ত্রাংশ কেনার জন্য তিনি ও তাঁর বন্ধু জয়নাল আবেদীন একটি ব্যক্তিগত গাড়িতে টাঙ্গাইল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত গাড়ি থেকে যন্ত্রাংশ ভেঙে যাওয়ার শব্দ পান। গাড়ির কোনো যন্ত্রাংশ ভেঙে গেছে কি না, সেটি দেখার জন্য তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করান। এ সময় ডাকাতেরা তাঁদের ঘিরে ধরে দুটি মুঠোফোন ও ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। তাঁদের চিৎকারে টহল পুলিশ এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় ডাকাত রাশেদ গুলিবিদ্ধ হন। মো. নুরুজ্জামান জানান, তিনি পরে দেখতে পান তাঁর গাড়ি থেকে কোনো যন্ত্রাংশ ভেঙে পড়েনি। মূলত ডাকাতির উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে লোহার পাইপ ছোড়ার কারণে শব্দ হয়েছিল।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতদের ছোড়া গুলিতে দলছুট এক সদস্য পেটের নিচের দিকে গুলিবিদ্ধ হন। এরপর ডাকাত দলের অন্য সদস্যরা গুলিবিদ্ধ রাশেদকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আহত অবস্থায় রাশেদকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুটি রামদা ও একটি লোহার পাইপ উদ্ধার করেছে। রাশেদের পকেট থেকে চারটি মুঠোফোন ও ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।