পিছিয়ে পড়া মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব
চলমান পরিস্থিতিতে বাংলাদেশের ১৪টি জেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। জেলাগুলো হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, ফরিদপুর, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, নাটোর, বগুড়া, নওগাঁ ও কুমিল্লা।
সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দেশের অভাবগ্রস্ত জনগোষ্ঠী, বিশেষ করে দিনমজুরদের জীবন স্থবির হয়ে পড়েছে এবং তারা অর্থনৈতিকভাবে সংকটে ভুগছে। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে এই পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করেছে।
এ ছাড়া গাইবান্ধা জেলার বালাসী ঘাট এলাকায় ‘গাইবান্ধা ইয়ামাহা রাইডার্স ক্লাব’ বন্যাকবলিত মানুষদের সাহায্য করেছে। সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে তারা। বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ করেছে।
এই সংকটময় অবস্থায় সারা দেশে সব মিলিয়ে প্রায় দুই হাজার ৪০০ মানুষকে নানাভাবে সহযোগিতা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব।