চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতপ্রতীকী ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ পরোয়ানা জারির আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এসবিএসসি ব্যাংক পিএলসি (সাবেক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড) থেকে নেওয়া ১০ কোটি টাকা ঋণ পরিশোধ না করায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ঋণের বিপরীতে ব্যাংকে কোনো সম্পদও বন্ধক নেই। যার কারণে ঋণের টাকা আদায়ের জন্য কোনো নিলামও ডাকা যাচ্ছে না।

মাহমুদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি ১৯৮৮-১৯৮৯ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌর করপোরেশনের প্রথমে প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে তিনি ১৯৮৯-১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-১৬ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

জানতে চাইলে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ঋণ পরিশোধের জন্য ব্যাংকের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। এ অবস্থায় আমাকে সমন দিলে হাজির হয়ে বিষয়টি তুলে ধরতে পারতাম। এখন আইনগতভাবে মোকাবিলা করব।’