বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা আহমেদ

সামিনা আহমেদছবি: সংগৃহীত

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হয়েছেন ড. সামিনা আহমেদ। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সামিনা আহমেদ একজন সুনামধন্য রসায়নবিদ। তিনি ৩০ বছর ধরে বিসিএসআইআরে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে পড়াশোনা করেছেন।


বিসিএসআইআরে সামিনা আহমেদ ১৯৯৪ সালের ২৫ সেপ্টেম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০৪ সালে ২৭ সেপ্টেম্বর তিনি জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। ২০১২ সালের ৭ জুন তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হন। সর্বশেষ ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তিনি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হন।