জাপান-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে রোডম্যাপ গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা

আওয়ার শেয়ারড এস্পিরেশনস: এক্সেলারেটিং দ্য জাপান-বাংলাদেশ স্ট্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক একটি আলোচনা সভায় অতিথিরা
ছবি : সংগৃহীত

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (জেসিআইএডি, শো-কো-কাই) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর সহযোগিতায় সম্প্রতি ‘আওয়ার শেয়ারড এস্পিরেশনস: এক্সেলারেটিং দ্য জাপান-বাংলাদেশ স্ট্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। সভায় বেসরকারি খাত ও চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ স্টেকহোল্ডারবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং সরকারের প্রতিনিধিবৃন্দ একত্রিত হয়ে জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে একটি রোডম্যাপ গঠনে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সভায় অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই অর্থায়নের অগ্রগতি ও উন্নয়ন সহজতর করতে সকল বোর্ড সদস্যদের সহযোগিতার আহ্বান জানানো হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে জাপান-বাংলাদেশের অংশীদারত্ব অনেক দূর প্রসারিত হয়েছে, যা অর্থনৈতিক সমৃদ্ধির এই যাত্রাকে আরও বিস্তৃত করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী  ফুমিও কিশিদার দিকনির্দেশনায় একটি বিস্তর ও কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে আমরা কাজ করছি।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপান-এর প্রধান নির্বাহী ইউসুকে আসাই বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড জাপানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যকার সাপ্লাই চেইন ব্যবস্থাপনা সুদৃঢ় করে সকল বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই কৌশলগত অংশীদারত্ব বিশেষ ভূমিকা পালন করবে।’

বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর ইওমা কিমিনরি বলেন, ‘গত বছর, আমরা জাপান-বাংলাদেশ বন্ধুত্বের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি। উন্নতির এই ধারা আমাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)-এর সভাপতি মিউং-হো লি, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি আন্ডো, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. মাসরুর রিয়াজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।