বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মাস ধরে তালা ঝুলছে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে গত ২৮ অক্টোবর তালা দেওয়া হয়েছিল। এর এক মাস পরও ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের দুই পাশে রয়েছেন পুলিশের বেশ কয়েকজন সদস্য। দেখা নেই দলটির কোনো নেতা-কর্মীর।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই দিন রাতে বিএনপির সংবাদ সম্মেলনের পর কার্যালয়ে তালা দেওয়া হয়। এর পর থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
আজ বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এক ঘণ্টা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে দলটির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি। কার্যালয়ের কলাপসিবল ফটকে তালা ঝুলছে। বিকেলে অফিস ছুটির পর বিএনপির কার্যালয়ের সামনের সড়কে হঠাৎ যানজট দেখা দেয়। এ সময় অনেক পথচারী ফুটপাত দিয়ে হেঁটে যান। কেউ কেউ আবার ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা পথচারীদের সরে যেতে বলেন।
বিএনপির কার্যালয় থেকে ফকিরাপুলের দিকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের কার্যালয়ের নিচে পুলিশের অন্তত ১৫ সদস্যকে দেখা যায়। আবার কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে হোটেল ভিক্টরির সামনের সড়কে ছিলেন পুলিশের ২০ সদস্য। তাঁদের কেউ রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন, কেউবা আবার বসে বিশ্রাম নিচ্ছেন।
আইসিবি ইসলামিক ব্যাংক থেকে বিএনপির কার্যালয় হয়ে হোটেল ভিক্টরি পর্যন্ত অংশের ফুটপাত ও সামনের রাস্তা পুরো ফাঁকা। কোনো হকার বা ভ্রাম্যমাণ দোকান নেই।
সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) হজরত আলী সেখানে দায়িত্ব পালন করছেন। বিকেল পৌনে চারটার দিকে তিনি প্রথম আলোকে জানান, সকাল থেকে বিএনপির কোনো নেতা-কর্মীকে কার্যালয়ে আসতে দেখেননি তিনি। তবে মাঝেমধ্যে কিছু গণমাধ্যমকর্মীকে সেখানে গিয়ে সংবাদ সংগ্রহ করতে দেখেছেন।
হজরত আলী আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেটা নিশ্চিত করতেই পুলিশ দায়িত্ব পালন করছে। বিকেলে সেখানে পুলিশের ৪০-৪৫ সদস্য নিয়োজিত রয়েছেন বলেন জানান।