বিটিভির ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল চালু হলো
‘বিটিভি নিউজ’ নামে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক নতুন চ্যানেল চালু করা হয়েছে। বছরের শেষ দিন আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সংবাদ প্রচারের মধ্য দিয়ে নতুন এই চ্যানেলের কার্যক্রম শুরু হয়। এখন থেকে এই চ্যানেলে দিন-রাত সব সময় শুধু সংবাদ সম্প্রচার করা হবে।
সংবাদভিত্তিক নতুন চ্যানেলটির সম্প্রচার নিয়ে গতকাল সোমবার থেকে বিটিভিতে স্ক্রলের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিটিভির ফেসবুক পেজে আজ একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করে ‘বিটিভি নিউজ’।
বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির সংবাদভিত্তিক নতুন চ্যানেলের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিটিভি কার্যালয়ে উপস্থিত হন।
বিটিভির বার্তাপ্রধান মুন্সী মো. ফরিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘৩০ তারিখে বিটিভি ২৪ ঘণ্টা সংবাদ সম্প্রচারের অনুমোদন পেয়েছে। এটি পরীক্ষামূলক সম্প্রচারের শুরু। যা জনবল ছিল, তা নিয়েই শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব, আমরা পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করব।’
বিটিভির কার্যক্রম শুরু হয় ১৯৬৪ সালে। প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯টি সংবাদ বুলেটিনসহ নাটক, প্রামাণ্যচিত্র, সংগীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যবিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার করছে চ্যানেলটি। ১৯৮০ সাল থেকে বিটিভির রঙিন সম্প্রচার শুরু হয়। পরে ১৯৯৬ সালে বিটিভি চট্টগ্রাম ও ২০০৪ সালে বিটিভি ওয়ার্ল্ড যাত্রা শুরু করে। রাষ্ট্রীয় এই গণমাধ্যমের দুটি কেন্দ্র ও ১৪টি উপকেন্দ্র রয়েছে।
বিটিভির বার্তাপ্রধান মুন্সী মো. ফরিদুজ্জামান বলেন, ‘৩০ তারিখে বিটিভি ২৪ ঘণ্টা সংবাদ সম্প্রচারের অনুমোদন পেয়েছে। এটি পরীক্ষামূলক সম্প্রচারের শুরু। যা জনবল ছিল, তা নিয়েই শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব, আমরা পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করব।’