জব্দ করা মালামালের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট

সিরাজগঞ্জে বিভিন্ন মামলায় আটক মোটরসাইকেল, প্রাইভেট কার জেলার আদালত প্রাঙ্গণে অযত্ন-অবহেলায় পড়ে আছে।প্রথম আলো ফাইল ছবি

দেশের থানাগুলোর সামনে ও আদালত প্রাঙ্গণে রাখা জব্দ মালামাল ও যানবাহনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

মালখানা ও থানায় অনিরাপদভাবে রাখা জব্দ করা মালামাল ও যানবাহন সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ২৮ আগস্ট পাঁচ আইনজীবী রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একই বছরের ৩০ আগস্ট রুলসহ আদেশ দেন। জব্দ করা মালামাল ও যানবাহন থানায় ও মালখানায় কীভাবে সংরক্ষণ করা হয়, তা জানিয়ে ছয় মাসের মধ্যে আইজিপিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ২০২২ সালের ৩০ আগস্টের পর হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তিত হয়। আইজিপির প্রতিবেদনও আসেনি। এ অবস্থায় রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে উপস্থাপন করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট দেশের থানাগুলোর সামনে, ডাম্পিং স্টেশনে ও আদালত প্রাঙ্গণে থাকা জব্দ করা মালামাল-যানবাহনের সর্বশেষ অবস্থা জানিয়ে আইজিপিকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।