রেভল্যুশন গ্যালারি পরিদর্শন কোরিওগ্রাফার আকরাম খানের

লন্ডনের রেভল্যুশন গ্যালারি পরিদর্শনে বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান ব্রিটিশ কোরিওগ্রাফার আকরাম খান
ছবি: রেভল্যুশন গ্যালারির সৌজন্যে

বাংলাদেশি বংশোদ্ভূত খ্যাতিমান ব্রিটিশ কোরিওগ্রাফার আকরাম খান সম্প্রতি লন্ডনের রেভল্যুশন গ্যালারি পরিদর্শন করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেভল্যুশন গ্যালারি লন্ডনের প্রথম কোনো গ্যালারি, যেটি বাংলাদেশি শিল্পকর্মের জন্য বিশেষভাবে উৎসর্গকৃত। প্রতিষ্ঠার পর দ্রুতই গ্যালারিটি যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পকলার প্রচার-প্রসার ও মূল্যায়নের কেন্দ্র হয়ে উঠেছে।

আকরাম খান তাঁর উদ্ভাবনী নৃত্যের জন্য পরিচিত। তিনি তাঁর শিল্পে সমসাময়িক নৃত্যের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় কত্থকের সংমিশ্রণ ঘটিয়েছেন।

গ্যালারি পরিদর্শনকালে আকরাম খান রেভল্যুশন গ্যালারির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী ফরহাদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

দুজনের আলোচনায় একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। যার লক্ষ্য বিশ্বব্যাপী বাংলাদেশি শিল্প ও পারফরম্যান্সের সাংস্কৃতিক প্রভাব বাড়ানো, এর বিস্তার ঘটানো।

সহযোগিতার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরহাদুল ইসলাম। তিনি বলেন, আকরাম খানের কাজ সব সময় সাংস্কৃতিক উদ্ভাবনের অগ্রভাগেই থেকে এসেছে।

সহযোগিতার আসন্ন প্রকল্পটি ঢাকায় হবে, চলতি বছরের ডিসেম্বরে। এতে বাংলাদেশের সাংস্কৃতিক আখ্যানে একটি নতুন মাত্রা যুক্ত করা হবে।

নাচের ক্ষেত্রে আকরাম খানের দূরদর্শী দৃষ্টিভঙ্গি রয়েছে। এই দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ সহযোগিতামূলক কার্যক্রমে একটি বহুমুখী সাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এর লক্ষ্য বাংলাদেশি শিল্প-সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধিবোধ বাড়ানো। শিল্পাঙ্গনসহ বৃহত্তর জনসমাজকে প্রভাবিত করা।