রাজধানীতে কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটের একাংশ। ১৪ জুন, ২০২৪ছবি : প্রথম আলো

কোরবানির পশু বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন নাসির উদ্দিন (৫০), রনি (২২), তুহিন (১৯) ও   আতিকুর রহমান (১৯)।

ওসি শেখ সাদিক বলেন, কোরবানির পশু বহনকারী গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে নাসিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পশু বহনকারী প্রতি গাড়ি থেকে চার হাজার টাকা চাঁদা আদায় করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পিকআপ চালক সাইফুল দাবি করেন, কোরবানির পশু বহনের জন্য তিনি গাড়ি নিয়ে দিয়াবাড়ির হাটে যান। তখন নাসিরসহ অন্যরা চার হাজার টাকা চাঁদা দাবি করে। তা না দিলে কোরবানির কোনো পশু বহন করতে দেবে না বলে তারা হুমকি দেয়। এই পরিস্থিতিতে তিনি তাদের চাঁদা দিতে বাধ্য হন।

হামলার শিকার সাংবাদিক

এদিকে রাজধানীর উত্তরার কামারপাড়ায় গরুর হাটের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আজকের পত্রিকার উত্তরা প্রতিনিধি নুরুল আমিন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামুন বাচ্চু নামের এক ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন।

মামলায় নুরুল আমিন উল্লেখ করেন, গত ১২ জুন মধ্যরাতে উত্তরার কামারপাড়া থেকে গরু ভর্তি ট্রাক টঙ্গীর দিকে যাচ্ছিল। এ সময় ইজাদার মামুন বাচ্চুর লোকজন উত্তরার ১০ নম্বর সেক্টরের গরুর হাটে ওই সব গরু ভর্তি ট্রাক জোর করে ঢোকানোর চেষ্টা করে। তখন তিনি ছবি তুলতে গেলে মামুন বাচ্চুর লোকজন তার মোবাইল কেড়ে নেয়।

ভুক্তভোগী নুরুল আমিন প্রথম আলোকে জানান, মারধরের শিকার হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তিনি ন্যায়বিচার চান।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, সাংবাদিক নুরুল আমিনকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।