চট্টগ্রামে চিনিকলের আগুন নিভল ৬৭ঘণ্টা পর
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় চিনিকলের আগুন নিভল প্রায় ৬৭ ঘণ্টা পর। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে কারখানার গলিত চিনিমিশ্রিত পানির কারণে কর্ণফুলী নদীতে গতকালও মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। নদীর পানিও দূষিত হয়ে পড়েছে।
গত সোমবার বেলা ৩টা ৫৫ মিনিটে কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এলে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বেলা ১১টায় কারখানার আগুন নেভানো সম্ভব হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নিভে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আগুনে গুদামে থাকা চিনির ২০ শতাংশ পুড়ে যাওয়ার তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুন নির্বাপণ কার্যক্রমের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের বান্দরবান অঞ্চলের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী প্রথম আলোকে বলেন, চিনির উপাদান যাতে বাষ্পায়িত হয়ে বাইরে না যেতে পারে, সে জন্য কারখানার চারপাশেই আবদ্ধ রাখা হয়। চিনিকলে প্রবেশের দুটি পথ ছিল। তাই কারখানার বেশি ভেতরে প্রবেশের তেমন সুযোগ ছিল না। এর মধ্যে পানি ছিটানো হলেও ভেতরে পৌঁছানো সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত বুধবার রাতে কারখানার চারপাশে পথ করে সোডা ও ফায়ার বল নিক্ষেপ করা হয়। এরপর আগুন নিভতে শুরু করে। বৃহস্পতিবার বেলা ১১টায় আগুন পুরোপুরি নিভে যায়।