সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এনবিআরের সেই কর্মকর্তা ফয়সালকে বগুড়ায় বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল
ছবি : জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে

দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ করার অভিযোগ ওঠা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। রোববার বিকেলে এই আদেশ জারি করেছে এনবিআর। বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ হবে তাঁর নতুন কর্মস্থল। বিস্তারিত পড়ুন...

মেয়েটির আত্মহত্যা নিয়ে বাবা-মায়ের অভিযোগই সত্য হলো

পারিবারিক অ্যালবামে স্বজনদের সঙ্গে ঐশী
ছবি: সংগৃহীত

ঢাকার দিল্লি পাবলিক স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ঐশীর পরীক্ষার বাকি ছিল কয়েক মাস। পড়া মনে থাকছে না বলে কান্নাকাটি করছিল সে। পরে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে মেয়েটি আত্মহত্যা করলে মা–বাবা ভুল চিকিৎসার অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়েছে বিএমডিসি। বিস্তারিত পড়ুন...

দুর্নীতির জন্য চাকরি হারালেন সহকারী পুলিশ সুপার

দুর্নীতি ও অসদাচরণের দায়ে একজন সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ওই পুলিশ কর্মকর্তার নাম ইয়াকুব হোসেন। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। রোববার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি একটি প্রজ্ঞাপনে ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

এত বছর পর কেন এই সুখী দম্পতি স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন

স্বেচ্ছামৃত্যুর দুই দিন আগে জ্যান ও এলস ছবিটি তোলেন
ছবি: এক্স থেকে নেওয়া

সুখ-দুঃখে একসঙ্গে কেটে গেছে প্রায় পাঁচ দশক। দুজনেই পানি ভালোবাসতেন, ঘুরে বেড়াতে ভালোবাসতেন। তাই জ্যান ও এলস ঘর বেঁধেছিলেন নৌকায়। থেকেছেন ক্যাম্পারভ্যানেও (গাড়িতে বসবাস)। হঠাৎই এই মাসের শুরুতে নেদারল্যান্ডসের সত্তরোর্ধ্ব এই দম্পতি স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন। বিস্তারিত পড়ুন...

কোহলির পর টি-টোয়েন্টি ছাড়লেন রোহিতও

টি-টোয়েন্টি ছাড়লেন রোহিতও
বিসিসিআই

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রোহিত। এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি। বিস্তারিত পড়ুন...