আরও ৮ থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন
সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে দেশের আরও ৮টি থানা-উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এসব কমিটি অনুমোদন করেছেন। এর মধ্যে ঢাকা জেলার দোহার উপজেলায় ১০৫ সদস্যের, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় ৪১ সদস্যের, বাকলিয়া থানায় ১৮০ সদস্যের, বায়েজিদ থানায় ৪৬ সদস্যের, রাউজান থানায় ৭৩ সদস্যের, রংপুর জেলার মাহিগঞ্জ থানায় ১০১ সদস্যের, হাজিরহাট থানায় ১২৭ সদস্যের ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ২০২ সদস্যের প্রতিনিধি কমিটি করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তারের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিগুলোসহ এখন পর্যন্ত দেশের ৬৭টি থানা ও উপজেলায় তারা প্রতিনিধি কমিটি করেছে। এর মধ্যে ঢাকায় ২১টি থানা পর্যায়ে, বাকি ৩৬টি থানা-উপজেলা ঢাকার বাইরের। প্রতিনিধি কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হওয়ার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণ-অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা একটি তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের থানা ও উপজেলা পর্যায়ে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারা।