শহীদ মিনারের পাশাপাশি প্রথমবারের মতো চট্টগ্রামের কাট্টলীতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী। আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজের শহীদ মিনার এবং স্মৃতিসৌধে লোকজন ভিড় করেন। তাঁদের কণ্ঠে ছিল স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়।
সকালে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল ও কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মৃতির উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করে। উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠন সকালে ফুল নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়। এ ছাড়া বিভিন্ন সরকারি–বেসরকারি দপ্তরের প্রতিনিধিরাও শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান।
এদিকে এবার কাট্টলীর সমুদ্রসৈকত এলাকায় প্রস্তাবিত স্মৃতিসৌধের স্থানে অস্থায়ী একটি কাঠামো নির্মাণ করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো স্বাধীনতা দিবসে ফুলেল শ্রদ্ধা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এখানে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এর পর ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অস্থায়ী স্মৃতিসৌধটি সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি হয়েছে। নতুন স্থাপনায় শহীদদের শ্রদ্ধা জানাতে পরিবার নিয়ে এসেছিলেন বিভাগীয় গণগ্রন্থাগারের পরিচালক মাসুদ রানা। তিনি বলেন, চট্টগ্রামে অস্থায়ীভাবে নির্মিত এই স্মৃতিসৌধ স্থায়ী রূপ লাভ করবে বলে তাঁর প্রত্যাশা। প্রথমবারের মতো এখানে ফুল দিতে পেরে তিনি খুশি।
হালিশহর থানা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘নতুন স্মৃতিসৌধ আমাদের প্রেরণার উৎস হয়ে থাক। স্বাধীনতার মূল ভাবধারার মধ্য দিয়ে গড়ে উঠুক আমাদের স্বদেশ। স্বাধীনতাকে সমুন্নত রেখে সঠিকভাবে দেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে—এই প্রত্যাশা।’
অস্থায়ী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় চত্বরে। স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে।