ভিআরএফ প্রযুক্তির ১৫ বছর উদ্যাপন করল ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড
স্যাভর আয়োজিত অষ্টম সেফ এইচভিএসি-আর মেলায় দেশের প্রথম কোম্পানি হিসেবে ভিআরএফ সিস্টেম ইনস্টল করার ১৫ বছর উদ্যাপন করল ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রদর্শনীর মূল আকর্ষণ, মিডিয়া ভি-৮ ভিআরএফে রয়েছে ইন্টেলিজেন্ট কন্ট্রোলিং সিস্টেম, আইপি-৫৫ প্রটেকশন লেভেল কন্ট্রোল বক্স, হাইপার-লিংক কমিউনিকেশনসহ বিভিন্ন ফিচার। সামগ্রিক দিক বিবেচনায় বাজারে প্রচলিত অন্যান্য ভিআরএফ সিস্টেম থেকে মিডিয়া ভি-৮ সমগ্র বিশ্বে দ্রুত প্রসার ও গ্রহণযোগ্যতা লাভ করে। ২৮ শতাংশ বেশি এফিসিয়েন্সি–সমৃদ্ধ মিডিয়া ভিআরএফ ভি-৮ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ এইচভিএসি-আর কোম্পানি হিসেবে ট্রাইটেক ২০০৭ সালে প্রথম বাংলাদেশে ভিআরএফ সিস্টেম ইনস্টল করে। সেই থেকে দেশে ভিআরএফ প্রযুক্তিতে বর্তমানে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলোর জন্য একটি জনপ্রিয় সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং প্রযুক্তি হিসেবে এটি সমাদৃত। ২০০৭ সালে শুরু হওয়া মিডিয়া এবং ট্রাইটেকের পার্টনারশিপ থেকে ইতিমধ্যে প্রায় শতাধিক প্রজেক্টে ১০ হাজারের বেশি মিডিয়া ইউনিট ইনস্টল করার অভিজ্ঞতা ট্রাইটেক অর্জন করেছে।
১৫ বছরের এই পার্টনারশিপে, ট্রাইটেক এবং মিডিয়া, হোটেল ওশেন প্যারাডাইস, হোটেল সায়মন বিচ, হোটেল দ্য কক্স টুডে, বিজেএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, প্লানেট এসআরসহ অসংখ্য ভিআরএফ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে।