দুদকের মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকপ্রথম আলো ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এর আগে ১৩ জানুয়ারি আনিসুল হককে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

আজ আদালতে শুনানির এক পর্যায়ে আনিসুল হক বিচারকের উদ্দেশে বলেন, ‘আজ আমি আসামি হিসেবে আপনার কাঠগড়ায় দাঁড়িয়েছি।’

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।