এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের দুর্নীতির অনুসন্ধান শুরু

গত ১৫ আগস্ট রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়ফাইল ছবি

টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ বুধবার অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ সাংবাদিকদের বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন জিয়াউল আহসান—এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

গত ১৫ আগস্ট রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা আছে।

গত ১৫ বছর আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা জিয়াউল আহসান সবশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন তাঁকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন

অন্যদিকে গত ১৩ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন