বুয়েটসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে তদন্ত কমিশন গঠন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলসহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন বা র‍্যাগিং বন্ধের জন্য সুপারিশ করতে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করেছে সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফ্তাহ উদ্দীন চৌধুরীকে এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে এই কমিশন গঠন করা হয়েছে।

তদন্ত কমিশনের কার্যপরিধিতে বলা হয়েছে, তদন্ত কমিশন বুয়েটের আবাসিক হলগুলোতে সংঘটিত নির্যাতন বা র‍্যাগিংয়ের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে। এ ছাড়া বুয়েটসহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন বা র‍্যাগিং বন্ধের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করবে। আগামী ৩০ দিনের মধ্যে আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

কমিশনের সদস্য হাইকোর্টের বিচারকের মর্যাদা, আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে বুয়েটের আবাসিক হলগুলোয় ঘটা নির্যাতনের ঘটনা তদন্ত করতে এবং দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন বা র‍্যাগিং বন্ধের সুপারিশ করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়। শাহীন আলম নামের এক আইনজীবী ২০১৯ সালে রিটটি করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩ সেপ্টেম্বর রুল দিয়ে একটি তদন্ত কমিশন গঠন করতে নির্দেশ দেন।

এই আদেশ অনুযায়ী তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।