বিজয় দিবসে বাংলাদেশ ও ভারত সফরে দুই দেশের মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তারা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর দুটি দল দুই দেশ সফর করছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের একটি দল রোববার ভারত সফরে গেছে। অনুরূপভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল রোববার বাংলাদেশ সফরে এসেছে। দুটি দলেই সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সাবেক কর্মকর্তা ও তাঁদের অনেকের স্ত্রীরা রয়েছেন।

বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান। কর্মরত আরেকজন সেনা কর্মকর্তা হলেন মেজর মো. বদরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফাহিমা ফেরদৌস।

অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে ভারত সফরে গেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির ও তাঁর স্ত্রী আয়েশা ইয়াসমিন; কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির ও তাঁর স্ত্রী খালেদা মরিয়ম; মেজর (অব.) মোহাম্মদ আলী আশরাফ ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম; মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম চৌধুরী ও তাঁর স্ত্রী রোকেয়া রহমান; মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার ও তাঁর স্ত্রী আসমা ইয়াসমিন; মেজর (অব.) এ বি এম নুরুল আলম ও তাঁর স্ত্রী ফেরদৌসি বেগম; কমোডর (অব.) আব্দুল ওয়াহেদ চৌধুরী ও তাঁর স্ত্রী সাবেরা ওয়াহেদ চৌধুরী।

প্রতিনিধিদলটি ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘বিজয় দিবস–২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবে।

অপর দিকে বাংলাদেশে মহান বিজয় দিবস–২০২৪–এর অনুষ্ঠানমালায় অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পি পি সিংয়ের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছে। প্রতিনিধিদলে কর্মরত আরেকজন সামরিক কর্মকর্তা হলেন ক্যাপ্টেন সঙ্গীতা মল।

ভারতীয় প্রতিনিধিদলে মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর হয়ে অংশ নেওয়া আটজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ছয়জন সস্ত্রীক বাংলাদেশে এসেছেন।

ভারতীয় বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর্নেল (অব.) বনি সিং; কর্নেল (অব.) হরিশ চন্দ্র শাহ ও তাঁর স্ত্রী শীলা শাহ; কর্নেল (অব.) শিব ওম রানা ও তাঁর স্ত্রী এলা রানা; কর্নেল (অব.) মানিক চন্দ্র সাহা ও তাঁর স্ত্রী সুদক্ষিণা সাহা; লেফটেন্যান্ট কর্নেল (অব.) অনুপ কুমার ও তাঁর স্ত্রী সুমতি কুমার; লেফটেন্যান্ট কর্নেল (অব.) তেজিন্দার সিং ও তাঁর স্ত্রী রামিন্দার সিং; লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এম সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহনাজ সিদ্দিক এবং ক্যাপ্টেন (অব.) সতীশ ভাটিয়া।

প্রতিবছর বিজয় দিবসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের সামরিক কর্মকর্তারা দুই দেশ সফর করেন। এর মাধ্যমে তাঁরা একে অপরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান।