ঢাবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে কে কোন পদ পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি হয়েছিল ২০২২ সালের ২০ ডিসেম্বর। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটিগুলো জেলা শাখার মর্যাদা পায়, যার মেয়াদ এক বছর। নিজেদের গঠনতান্ত্রিক এই মেয়াদ শেষ হওয়ার দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

গঠনতন্ত্র অনুসারে, বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ১২১ সদস্যের হওয়ার কথা। কিন্তু কমিটি করা হয়েছে ২৮১ সদস্যের।

আজ সোমবার সকালে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একযোগে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, সম্পাদকীয় পদগুলোতে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে উপসম্পাদক হয়েছেন ১৪১ জন। সহসম্পাদক হয়েছেন ১০ জন। সদস্যপদ পেয়েছেন ১১ জন।

কমিটিতে ১ নম্বর সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদ ভুঞা। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার। এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন মোছাদ্দেক বিল্লাহ।

পূর্ণাঙ্গ কমিটি: