সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৮ এপ্রিল, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই সম্পর্ক ছিল, আদালতে মডেল মেঘনা

মডেল মেঘনা আলম
ছবি: মেঘনা আলমের ফেসবুক পেজ থেকে নেওয়া

শুধু সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই সম্পর্ক ছিল বলে আদালতের কাছে দাবি করেছেন মডেল মেঘনা আলম। তিনি বলেন, ব্যবসায়ী দেওয়ান সমিরকে তাঁর বন্ধু বলা হচ্ছে, যা সঠিক নয়। তিনি দেওয়ান সমিরকে চেনেন না। (বিস্তারিত পড়ুন...)

পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: পিআইডি

একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার অভিযোগে দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত তিনটি বিষয়ের সুরাহা চেয়েছে ঢাকা। দুই দেশের সম্পর্কের মজবুত ভিত্তির স্বার্থে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা হওয়া জরুরি। (বিস্তারিত পড়ুন ...)

তাঁরা যখন সংস্কারের দন্ত্য-স উচ্চারণ করেননি, তখন খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন: বিএনপি

জাতীয় সংসদের এলডি হলে বৃহস্পতিবার দিনভর সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা হয়
ছবি: দীপু মালাকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি সংস্কারেরই দল, তবে সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়। গতকাল সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার শুরুতে নজরুল ইসলাম খান এ কথা বলেন।
(বিস্তারিত পড়ুন ...)

সন্তানের বিশাল ‘বাহিনী’ বানাতে চান ইলন মাস্ক, জাপানি নারীর কাছেও পাঠিয়েছেন শুক্রাণু

টেসলার সিইও ইলন মাস্ক
ছবি: রয়টার্স

অনেক সন্তান জন্ম দিয়ে একটি বিশাল ‘বাহিনী’ গড়তে চান ইলন মাস্ক। সে লক্ষ্যে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। এমনকি তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার করে সম্ভাব্য মায়েদের খুঁজছেন এবং প্রক্রিয়া দ্রুত করতে অন্য নারীর ‘গর্ভভাড়া’ (সারোগেট) ব্যবস্থার প্রস্তাব দিচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। (বিস্তারিত পড়ুন ...)

অভিষেক-হেডদের ছয় নেই, হায়দরাবাদেরও জয় নেই

রোহিত শর্মার তিন ছয়ে ১৬ বলে ২৬ রানের ইনিংসে দারুণ শুরু পায় মুম্বাই
এএফপি

মুম্বাইয়ের বিপক্ষে আজকের ম্যাচের আগে খেলা ছয় ম্যাচে অভিষেক শর্মা মেরেছেন ১০টি ছক্কা, ট্রাভিস হেড ৯টি। হেড তাঁর ৯টি ছক্কা মেরেছেন তিন ম্যাচে, সমান তিনটি করে। এর দুটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। (বিস্তারিত পড়ুন...)