স্কুল ও স্বাস্থ্য কর্মকর্তাদের কিশোর আলো দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। এ সময় উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কারওয়ান বাজার, ঢাকা, ৩০ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ

দেশের ৬৪টি জেলার বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৪টি বিদ্যালয়ে প্রতি মাসে ১টি করে মোট ৩০০ কপি কিশোর আলো দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আগামী এক বছর এ কার্যক্রম চলবে।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ কার্যক্রম নিয়ে কিশোর আলোর সঙ্গে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কিশোর আলোর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কিশোর আলোর সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। অন্যদিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের এ কার্যক্রমের আওতায় ৬৪টি জেলার সিভিল সার্জন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, শিশু বিভাগের বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৪৪টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রতি মাসে কিশোর আলো দেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে শুধু ৩০০ পাঠক উপকৃত হবেন না, পাশাপাশি অন্তত ১ হাজার ৫০০ শিশু-কিশোর বিকশিত হবে।

অনুষ্ঠানে আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল সব সময় কিশোর ও তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করে। এর ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, কিশোর আলো পড়লে কিশোরদের মানসিক বিকাশ হবে। বর্তমান কিশোরেরা যদি সুস্থ মানসিকতা নিয়ে বিকশিত হয়, তাহলে দেশ এগিয়ে যাবে, এই জাতির উন্নতি হবে। আমি আশা করব, ইউনিভার্সেল মেডিকেল কলেজের মতো অন্যান্য প্রতিষ্ঠান কিশোরদের সুস্থ মানসিকতা বিকাশে কিশোর আলোকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক ফরহাদ হোসেন, সি এফ জামান, ব্র্যান্ড অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বিভাগের নির্বাহী পার্থ সারথী চক্রবর্তী ও করপোরেট নির্বাহী মো. জুনায়েদ হাসান। কিশোর আলোর পক্ষে উপস্থিত ছিলেন সার্কুলেশন (সেলস) বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন রওনক, সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল্লাহেল রাফি, সহযোগী ব্যবস্থাপক মো. রাসেল রানা ও ম্যাগাজিন সেলস বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মো. রেজাউর রহমান।