গুলশান ইয়ুথ ক্লাব প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট দলের পৃষ্ঠপোষক মেঘনা ব্যাংক

গুলশান ইয়ুথ ক্লাবের প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে মেঘনা ব্যাংকছবি: বিজ্ঞপ্তি

আনুষ্ঠানিকভাবে গুলশান ইয়ুথ ক্লাবের প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে মেঘনা ব্যাংক। দেশের নারী ক্রিকেট উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ পৃষ্ঠপোষকতায় ক্লাবটির প্রিমিয়ার ডিভিশন নারী দল তাদের ২০২৪-২৫ মৌসুমে ক্রীড়া ও এ-সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

এ উপলক্ষে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল, উপব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত, গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে প্রেসিডেন্ট হুমায়ুন কবির, সেক্রেটারি জেনারেল ওয়াহিদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল বলেন, ‘বাংলাদেশে ক্রীড়ার বিকাশ ও নারী ক্রিকেট উন্নয়নে মেঘনা ব্যাংক সব সময়ই পাশে আছে। আজকের এ পৃষ্ঠপোষকতা বাংলাদেশের নারী ক্রিকেট উন্নয়নে আমাদের সহযোগী কার্যক্রমের অংশ।’

গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে ক্লাবের প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মেঘনা ব্যাংক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট উন্নয়নে মেঘনা ব্যাংকের এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।