এবার এক ছাদের নিচে আসবাবের ২৮ প্রতিষ্ঠান

১৪তম আসবাব মেলা উপলক্ষে সম্মেলনে বক্তব্য দেন মেলার আহ্বায়ক মো. নুরুল আজম খান। গতকাল বেলা ১টায় চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টেছবি: প্রথম আলো

দেশের নামীদামি ২৮ প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ১৪তম আসবাব মেলা-২০২৪। আগামীকাল বুধবার থেকে নগরের জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

প্রতিবারের মতো এবারও মেলা আয়োজন করেছে বাংলাদেশ আসবাব শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ। গতকাল সোমবার নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সমিতি জানিয়েছে, আধুনিক, টেকসই ও নান্দনিক নকশার আসবাব নিয়ে এবারের মেলা বসছে। বুধবার দুপুর ১২টায় মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি সিটি মেয়র শাহাদাত হোসেন। উদ্বোধন করবেন আসবাব শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি থাকবেন সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ এ এস এম নূরউদ্দীন। এ ছাড়া এবার ১৪টি প্রতিষ্ঠান সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান, বাংলাদেশ আসবাব শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন মেলা কমিটি-২০২৪-এর সদস্যসচিব আল মো. ইকবাল, সমিতির অর্থসম্পাদক ও মেলা কমিটির সদস্য মো. জাসম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. মাহউদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন, যুগ্ম সম্পাদক সৈয়দুর রহমান, সহদপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ প্রমুখ।

এতে মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান বলেন, দেশের আসবাব শিল্প খাত ধীরে ধীরে বড় হচ্ছে। রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। মূলত টেকসই ও নান্দনিক আসবাব তৈরির করার কারণেই রপ্তানি বাড়ছে।