পররাষ্ট্র মন্ত্রণালয় জানাল
সালাহউদ্দিন যেকোনো দিন ফিরতে পারবেন
গুয়াহাটিতে বাংলাদেশ মিশনকে ট্রাভেল পাস দিতে বলা হয়েছে সালাহউদ্দিন আহমদকে।
ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে দেশে ফেরার জন্য গুয়াহাটিতে বাংলাদেশ মিশনকে ট্রাভেল পাস দিতে বলা হয়েছে। এখন দেশে ফেরার বিষয়টি তাঁর ওপর নির্ভর করছে।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্মেলনে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়ে আমাদের গুয়াহাটি মিশনকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। এরপর স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু করা হবে।’
বিএনপি সরকারের সাবেক ওই প্রতিমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানতে চাইলে রফিকুল আলম বলেন, কবে ফিরবেন, সেটি তাঁর ওপর নির্ভর করে।
দেশে ফেরার বিষয়ে ট্রাভেল পাস ইস্যু করার জন্য সালাহউদ্দিন আহমদের একটি আবেদন মতামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সালাহউদ্দিনকে ট্রাভেল পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।
সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ তখন সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তাঁর স্বামীকে মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবার বিভিন্ন সময় দাবি করেছে, সালাহউদ্দিনকে ধরে নিয়ে আটকে রেখে একটা পর্যায়ে সীমান্তের ওপারে রেখে আসা হয়।
তবে ভারতের অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালের ২২ জুলাই মেঘালয় রাজ্যের নিম্ন আদালতে মামলা হয় সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে। ২০১৮ সালে ওই মামলায় নির্দোষ প্রমাণিত হন সালাহউদ্দিন।