সকালেই পড়ুন আলোচিত ১০টি খবর

শুভ সকাল। আজ রোববার। সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু। দিনের কাজ শুরুর প্রাক্কালে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে এখনো বড় খবর সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্প ও উদ্ধার অভিযান। আর দেশের মধ্যে আছে রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলা জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

বস্তি ছেড়ে উঁচু ভবনে, ‘স্বপ্ন’ মনে হচ্ছে তাঁদের

মিরপুর ১১ নম্বরের বাউনিয়াবাঁধ এলাকায় বস্তিবাসীদের জন্য ১৪ তলাবিশিষ্ট ৫টি ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ
ছবি: প্রথম আলো

বস্তির খুপরি ঘরে স্বামী-সন্তান নিয়ে দুই দশকের বেশি সময় কাটিয়েছেন ইয়াসমিন। তখন আশপাশের পরিবেশ ছিল নোংরা। বিদঘুটে গন্ধ ছিল নিত্যসঙ্গী। বিদ্যুৎ না থাকলে গা দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ত। ঘিঞ্জি পরিবেশের কারণে অন্য সময়ে ঠিকমতো হাঁটাচলা করা যেত না। বৃষ্টি হলে বিপত্তি আরও বাড়ত, ঘর থেকে বেরোনোর উপায় থাকত না। সেই ইয়াসমিন এখন উঠেছেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল ভবনে। যে ভবনটি বস্তিবাসীদের জন্য তৈরি করে দিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন

শিবিরকর্মী সন্দেহে ‘নির্যাতন’, দিনমজুর বাবার পরিবার চলত সাকিবের টিউশনির টাকায়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগের ‘নির্যাতনের’ শিকার শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র সাকিব হোসেনের বাবা আবদুল কাদের পেশায় দিনমজুর। আয় নেই বললেই চলে। নগরে টিউশনি করিয়ে নিজের ও ভাইবোনের পড়াশোনা এবং সংসারের খরচ চালাতেন সাকিব। এখন তাঁর ঠাঁই হাসপাতালের বিছানায়। অন্যদিকে ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বাবা। বিস্তারিত পড়ুন

আমার বোন ভালোভাবে দেশ চালাতে পারছেন না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে দলীয় জনসভায় বক্তব্য দিচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের সমালোচনা করে বলেন, ‘বাজারের প্রতিটি জিনিসের দাম কয়েক গুণ বেড়েছে। সাধারণ মানুষ তাঁদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমার বোন (শেখ হাসিনা) ভালোভাবে দেশ চালাতে পারছেন না।’
শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ এর আয়োজন করে। বিস্তারিত পড়ুন

ভূমিকম্পের পর স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ৩০০ কিলোমিটারের ফাটল

ভূমিকম্পের পর তুরস্কের ভূখণ্ডে দুটি ফাটলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
ছবি: কমেটের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

ভূমিকম্পের পর তুরস্কের ভূখণ্ডে দুটি ফাটলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি ফাটল ৩০০ কিলোমিটার লম্বা। আরেকটি ফাটলের দৈর্ঘ্য ১২৫ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্প কতটা শক্তি নির্গত করেছিল, ফাটলগুলো তার প্রমাণ। বিস্তারিত পড়ুন

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প বাংলাদেশকে যে সতর্কবার্তা দিচ্ছে

বিপুলসংখ্যক মৃত্যুর জন্য তুরস্ক সরকার ভূমিকম্পের তীব্রতাকে দায়ী করলেও তুরস্কের সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা ভবন নির্মাণে অনিয়মকেই এর জন্য দায়ী করছেন।
ছবি : রয়টার্স

২০১৯ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের ইস্তাম্বুলের একটি বহুতল ভবন ধসে ২১ জনের মৃত্যু হয়। তদন্তে দেখা যায়, আটতলা ভবনের ওপরের তিনটি তলা নির্মাণ করা হয়েছিল অবৈধভাবে। কিন্তু ভবনটির মালিকপক্ষ স্রেফ কিছু অর্থ জরিমানা দিয়ে ভবনটি বৈধ করে নিয়েছিল। তুরস্কের মতো ভূমিকম্পপ্রবণ একটি দেশে ভবন নির্মাণের সময় নিরাপত্তা-সংক্রান্ত নীতিমালা না মানার পরও জরিমানা দিয়ে ‘ক্ষমা’ পাওয়ার এ সুযোগ বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা।
পড়ুন কল্লোল মোস্তফার কলাম

আইএমএফকে কেন সংস্কারের কথা বলতে হবে, নিজেরা কী করছি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
ছবি: রয়টার্স

জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার সদস্যদের ঋণ দেয়। এটা একটা সাধারণ বিষয়। ঋণ অবশ্য আইএমএফ কখনো এমনি এমনি দেয় না, সঙ্গে বিভিন্ন শর্ত দেয়। সদস্য হিসেবে বাংলাদেশের জন্য এবার যে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তাতেও নানা শর্ত দিয়েছে আইএমএফ। শর্তগুলো মেনেও নিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্লকবাস্টার ছবি ‘পাঠান’, কী বললেন শাহরুখ

‘পাঠান’–এ শাহরুখ খান
ছবি : সংগৃহীত

নিন্দুকেরা বলেছেন, শাহরুখ খানের ক্যারিয়ার শেষের পথে। আর তাঁর ব্যর্থতার সিরিজে এবার জুড়তে চলেছে ‘পাঠান’-এর নাম। বয়কটা গ্যাং থেকে বিজেপিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন উঠেপড়ে লেগেছিল ‘পাঠান’-এর গায়ে ফ্লপের তকমা লাগিয়ে দিতে। কিন্তু কিং খানের দাপটের কাছে সবকিছু পরাস্ত হয়েছে। তিনি প্রমাণ করলেন, সিনেমার কোনো জাত বা রং নেই। আর ৫৭ বছর বয়সেও যে স্বপ্ন পূরণ করা যায়, তা-ও কিং খান প্রমাণ করেছেন। বিস্তারিত পড়ুন

এই ভালো লাগাকে ইংরেজিতে বলে ‘ক্রাশ’

ভালোবাসার গল্প আহ্বান করেছিল ‘ছুটির দিনে’। বিপুল সাড়া দিয়েছেন পাঠকেরা। কেউ লিখেছেন দুরন্ত প্রেমের গল্প, কেউবা শুনিয়েছেন দূর থেকে ভালোবেসে যাওয়ার অনুভূতি।
এখানে পড়ুন বাছাই একটি লেখা

এই মাহমুদুলকেই দেখতে চায় বাংলাদেশ

গতকাল ৪৩ বলে ৬৪ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেন মাহমুদুল
ছবি: শামসুল হক

ছোট্ট টেস্ট ক্যারিয়ার। কিন্তু অর্জন অবিশ্বাস্য! বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে মাহমুদুল হাসানের ক্যারিয়ার এই দুই লাইনে ব্যাখ্যা করা যায়। এখন পর্যন্ত দেশের হয়ে ৮ টেস্ট খেলেছেন। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ২২৮ বল খেলে।
সেই টেস্টে মাহমুদুল যখন ৭৮ রানে আউট হন, নিউজিল্যান্ডের চার পেসারে সাজানো বোলিং আক্রমণ ততক্ষণে ক্লান্ত। পরের ব্যাটসম্যানরা সে সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে নিয়ে যান ৪৫৮ রানে। যেখান থেকে ম্যাচজুড়ে দাপট দেখাতে পেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জিতে গড়েছে ইতিহাসও। বিস্তারিত পড়ুন

১০

সরকারি ৭ ব্যাংক নেবে ২,৪১৬ অফিসার, আবেদন শেষ সোমবার

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদ
প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পদে ২ হাজার ৪১৬ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের সোমবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সালভিত্তিক অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পদে শূন্য পদগুলো পূরণ করা হবে। বিস্তারিত পড়ুন