গাজায় শিশুদের সুরক্ষায় জাতিসংঘ মহাসচিবকে সুপ্রিম কোর্ট কমিটির চিঠি
ফিলিস্তিনের গাজায় শিশুদের সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট শিশু অধিকারবিষয়ক বিশেষ কমিটি।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের অনুমোদনের পর ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস বাংলাদেশ’ কমিটির চেয়ারপারসন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সই করা চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
কমিটির অপর চার সদস্য হলেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।
চিঠিতে বলা হয়, চলমান সংঘাতের কারণে গাজায় তরুণদের প্রাণহানির সাম্প্রতিক প্রতিবেদনে কমিটি গভীরভাবে মর্মাহত। সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর শিশুদের জীবন দুস্তর চ্যালেঞ্জ এবং হুমকির মুখোমুখি হচ্ছে। নির্বিচার এই সহিংসতাও শিশুদের শারীরিক ও মানসিক গঠনে গুরুতর প্রভাব ফেলবে। এ সবকিছুই জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের (ইউএনসিআরসি) ৩৮(১) ও (৪) অনুচ্ছেদের পাশাপাশি অন্যান্য মানবাধিকার এবং মানবিক আইনের নির্লজ্জ লঙ্ঘন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি শিশুদের জীবন ও সামগ্রিক কল্যাণে শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার অবসান, শান্তি প্রতিষ্ঠায় কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপের সূচনা, শিশুদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া এবং যথাযথ আন্তর্জাতিক ব্যবস্থা প্রয়োগসহ দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিবকে আন্তরিকভাবে অনুরোধ করেছে। পৃথিবীর সব শিশুর আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিতে যেহেতু সমষ্টিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেহেতু বিশ্বের শিশুদের প্রতিপালন ও উন্নতি বিধানকল্পে জাতিসংঘের সব উদ্যোগে সমর্থন ও অবদান রাখতে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস কমিটি বদ্ধপরিকর।