এস আলম গ্রুপের বন্ধ ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে দুদকের চিঠি

দুর্নীতি দমন কমিশন (দুদক)

এস আলম গ্রুপের বন্ধ ঘোষণা করা আট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিএফআইইউয়ের মহাব্যবস্থাপক (জিএম) ও অপারেশনাল হেড বরাবর অনুরোধপত্র পাঠিয়েছে দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়।

চিঠিতে বলা হয়, আটটি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যেকোনো সময় স্থানান্তর করা হতে পারে। সে জন্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করা প্রয়োজন। এমতাবস্থায় এস আলম গ্রুপের মালিকানাধীন আটটি কারখানার নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবিনয়ে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১০০ কোটি ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাত পণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড।

গত ২১ আগস্ট এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২৪ ডিসেম্বর চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের আটটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।