সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজকের ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

এক দিনে কাদের-ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক
ছবি: যুক্তরাজ্য হাই কমিশনের টুইট থেকে নেওয়া

এক দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। যুক্তরাজ্যের ঢাকা দূতাবাস গতকাল এক টুইটে এ তথ্য জানিয়েছে।
বিস্তারিত পড়ুন:

এডিস মশা ঠেকাতে ‘বিটিআই’ আনছে ঢাকা উত্তর সিটি, এতে কী হবে

ডেঙ্গু
ছবি: বাসস

ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নির্মূলে এর উৎসস্থলে আগে আঘাত হানতে হবে, বিশেষজ্ঞদের মত এটাই। কিন্তু সেটা আর কতটা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এবার মশার উৎসস্থল ধ্বংসে এনেছে বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই)। এটা অনেক দেশে কার্যকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিস্তারিত পড়ুন:

ঢাকা-১৭ আসন: ৯ শতাংশ ভোটারের সমর্থনে জনপ্রতিনিধি হওয়া কী ইঙ্গিত দিচ্ছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত
ছবি: প্রথম আলো

ঢাকা-১৭ সংসদীয় আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে ২৮ হাজার ৮১৬ জনের ভোটে উপনির্বাচনে এ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অর্থাৎ নির্বাচনী এলাকার মাত্র ৯ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এ আসনের জনপ্রতিনিধি হিসেবে আরাফাত জাতীয় সংসদে বসতে যাচ্ছেন।
বিস্তারিত পড়ুন:

টমেটো বেচে এক মাসেই কোটিপতি কৃষক

ঈশ্বর গায়কর
ছবি: এএনআই

দাম কম থাকায় কয়েক দিন আগে তাঁকে প্রচুর পরিমাণ টমেটো ফেলে দিতে হয়েছে। কিন্তু সেই তিনিই এখন টমেটো বিক্রি করে কোটিপতি। তাও আবার মাত্র এক মাসে। এমন ঘটনা ঘটেছে ভারতে। সম্প্রতি দেশটিতে টমেটোর দাম যেন আকাশ ছুঁতে চলেছে। আর এ সুযোগই নিয়েছেন এই কৃষক। ঈশ্বর গায়কর (৩৬) নামের এই কৃষকের বাড়ি মহারাষ্ট্র রাজ্যের পুনেতে। গত ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টমেটো বিক্রি করে তিনি কামিয়েছেন প্রায় তিন কোটি রুপি।
বিস্তারিত পড়ুন:

১৩ মাস পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ

এবারের সাফে সেমিফাইনালে খেলে বাংলাদেশ
ছবি: বাফুফে

দীর্ঘদিন পর ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। জুলাইয়ে হালনাগাদ করা ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। ফিফার সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৮৯তম। ২০২২ সালের জুনে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৯২তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। ১৩ মাস পর অবস্থানের পরিবর্তন হলো আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে।
বিস্তারিত পড়ুন: