সেরা ব্র্যান্ডের সম্মাননা পেল ‘ডিপ্লোমা’

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’-এ দেশের বেস্ট ব্র্যান্ডের খেতাব জিতে নিল ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪’-এ দেশের বেস্ট ব্র্যান্ডের খেতাব জিতে নিল ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এনসার্চ ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত ডিপ্লোমা পরিবার।

২০০৮ সাল থেকে বাংলাদেশে উপস্থিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’–এর যাত্রা। দেড় দশকের বেশি সময়ের ধারাবাহিকতায় আয়োজনটি হয়ে উঠেছে দেশের শীর্ষ ব্র্যান্ডিং সম্মাননা।

সব ভোক্তা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা, বিশ্বাস এবং অবিচল সমর্থনই এনে দিয়েছে এই সাফল্য। আরও সুস্বাদু ও মিষ্টি অভিজ্ঞতা দিতে ডিপ্লোমা চিরকাল প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৯২ সাল থেকেই ডিপ্লোমা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেরা মানের ফুল ক্রিম মিল্ক পাউডার। নিউজিল্যান্ডের বিশ্বখ্যাত দুগ্ধ প্রতিষ্ঠান ফন্টেরা থেকে আসা ডিপ্লোমার বিশেষ ফর্মুলা ডিপ্লোমা মিল্ক পাউডারকে দেয় এক অনন্য স্বাদ, যা বছরের পর বছর ধরে মুগ্ধ করে আসছে দেশের মানুষকে।