নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি ম্যাপ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আজ শনিবার দুপুরে পাহাড় ধসে আবু বক্কর (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পাহাড়ের পাদদেশের ঝিরির পাড়ের জমির নালা থেকে মাটি সরানোর সময় পাহাড় ধসে তিনি চাপা পড়েছেন বলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী এলাকার কৃষক আবু বক্কর ঝিরির পাড়ের একটি জমি চাষ করেন। নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার জানিয়েছেন, বৃষ্টিতে পাহাড় ধসে জমির সেচের নালা বন্ধ হয়ে যায়। ওই নালার মাটি সরানোর সময় পাহাড় ধসে পড়ে আবু বক্কর চাপা পড়েন। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ফুলতলী এলাকাটি উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মিয়ানমারের সীমান্তসংলগ্ন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানিয়েছেন, আবু বক্কর পাহাড়ের পাদদেশে ঝিরিতে বাঁধ দিয়ে মৎস্য চাষ ও জমিতে চাষাবাদ করেন। ধসে পড়া মাটি সরাতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। কারও আপত্তি না থাকায় পরিবারের আবেদনে ময়নাতদন্ত না করে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।