তিতুমীর কলেজ: বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের

সংবাদ সম্মেলন করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ ১৯ নভেম্বর, রাজধানীর তিতুমীর কলেজ ক্যাম্পাসছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, এর সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হবে। প্রথম আলোকে সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কলেজটির শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এমন সিদ্ধান্ত হয়েছে। এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তাঁরা। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যের’ পক্ষ থেকে রাত পৌনে আটটার দিকে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

এর আগে আজ মঙ্গলবার ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কলেজে পাঠদান (ক্লাস) ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজের ভেতরে ফটকের কাছে অবস্থান নেন। কলেজের বাইরে তখন সড়কের এক পাশে পুলিশের উপস্থিতি ছিল।

আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। দলটিতে ১৪ জন শিক্ষার্থী ছিলেন।

একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি রাজধানীর সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালী উড়ালসড়ক ও এর নিচের বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া সাধারণ যাত্রীরা।

আজ সকালে ঘটনাস্থলে থাকা উপপুলিশ কমিশনার (অপারেশন) এ এফ এম তারিক হোসেন খান বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক, পুলিশ এটাই চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, পুলিশ তা খেয়াল রাখবে।