জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার সুপারিশকে সাধুবাদ

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা প্রদানের সুপারিশ করায় সংবিধান সংস্কার কমিশনকে সাধুবাদ জানিয়েছে কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আরফান আশিক এবং মহাসচিব এম রবিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগকে অভিনন্দন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবিধানিক সংস্থায় পরিণত হলে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থাসহ সব মহলে জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশগুলো বেশি গুরুত্ব পাবে। এতে কমিশনের সুপারিশ বাস্তবায়নের হারও বাড়বে বলেও তাঁরা মনে করেন।

অ্যাসোসিয়েশন থেকে আশা প্রকাশ করে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে মানবাধিকার সুরক্ষায় জনমানুষের প্রত্যাশা পূরণে কমিশন আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। যেহেতু সাংবিধানিক সংস্থার প্রতিষ্ঠা, দায়িত্ব ও কর্মের ধরন ইত্যাদি সংবিধান দ্বারা নির্ধারিত হয়, তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পেলে একটি সংগঠনের কার্যকারিতা ও জবাবদিহি বৃদ্ধি পায়।

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে রাষ্ট্রের মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার বাস্তবায়নে পূর্ণ সদিচ্ছার প্রতিফলন ঘটবে বলেও মনে করে অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা এই সুপারিশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে বর্ণনা করেছে।

জাতীয় মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা প্রদানের সুপারিশ বাস্তবায়নে সব মহল সচেষ্ট হবে বলে বিশ্বাস তাদের।

আরও পড়ুন

আরও পড়ুন
আরও পড়ুন