এইউডব্লিউতে তিন দিনব্যাপী চাকরি ও শিক্ষা মেলা
কেউ আর কয়েক মাস পর স্নাতক শেষ করবেন। আবার কারও বাকি এক বছরের বেশি সময়। তবে সবার আগ্রহ বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা। তাই ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে উচ্চশিক্ষার বিষয়ে নানা প্রশ্ন করছেন। জেনে নিচ্ছেন বৃত্তির জন্য আবেদনের প্রক্রিয়া। প্রশ্ন করছেন ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষা আইইএলটিএস ও টোয়েফলের বিস্তারিত।
বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) আয়োজিত তিন দিনব্যাপী ‘এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ফেয়ার’–এর প্রথম দিনের চিত্র এটি। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের এম এম আলী সড়কের বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয়েছে এই মেলা।
মেলার প্রথম দিন ৬টি প্রতিষ্ঠানের ৭টি স্টলে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। এর মধ্যে রয়েছে আইডিপি, ইটিএস, ক্যাম্পাস ফ্রান্স, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড) ও এইউডব্লিউর দুটি মাস্টার্স প্রোগ্রামের স্টল। এসব স্টলে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত প্রতিনিধিরা।
এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ফেয়ারের প্রথম দিনে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এইউডব্লিউর ডিন অব স্টুডেন্টস ফাতিমা মেরি, অ্যাসোসিয়েট ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স রিচার্ড শেরম্যান ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ পরিচালক সুমন চ্যাটার্জি। এ ছাড়া উপস্থিত ছিলেন সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড প্রোফেশনাল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা ফারাহ জুবাঈদ পর্শিয়া।
বক্তারা বলেন, উচ্চশিক্ষার জন্য আবেদন করা কিংবা চাকরি খোঁজাও একধরনের কাজ। এটি করতে গিয়ে অনেকের নানা প্রশ্ন থাকে। সেসব প্রশ্নের সমাধান দিতে এই আয়োজন। তৃতীয়বারের মতো এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে চেষ্টা থাকবে বছরে দুবার এ আয়োজন করার।
আগামীকাল শনিবার ও পরদিন রোববার মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে রয়েছে ইউএনডিপি, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, মারিকো বাংলাদেশ, র্যাংকন এফসি প্রোপার্টিজ লিমিটেড, বিএসআরএম, ইপসা, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজন করা এই মেলায় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা চাকরির আবেদন জমা দিতে পারবেন।