দীপু মনি আবার ৪ দিনের রিমান্ডে

দীপু মনিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা, ২৪ আগস্টছবি: দীপু মালাকার

এবার বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এ আদেশ দেন।

এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মুদিদোকানি আবু সায়েদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।

অপর দিকে দীপু মনিকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আবেদনে বলা হয়, তিনি অসুস্থ ব্যক্তি।

রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, দীপু মনিকে প্রথম যেদিন আদালতে আনা হয়, সেদিন চাঁদপুর থেকে লোকজন আদালত চত্বরে এসেছিলেন। তাঁকে নানাভাবে হেনস্তা করেন। তিনি শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপু মনিকে আবার চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।